৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় বন্ধ ছিল পাটুরিয়া–দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল। পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকা
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।

তবে কুয়াশা কমে আসার সঙ্গে সঙ্গে সকাল ৯টা থেকে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। দীর্ঘ সময় ঘাট এলাকায় আটকে থেকে কনকনে শীতের মধ্যে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ। তিনি বলেন, প্রায় ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় এই নৌপথের উভয় প্রান্তে দূরপাল্লার অনেক যানবাহন আটকা পড়ে থাকে। ফেরি চালু হওয়ায় যানবাহনের পারাপার আবার শুরু হয়েছে।