৮ ব্যক্তি ও ২ সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা

শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখায় সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
ছবি: প্রথম আলো

নরসিংদীতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অবদান রাখায় ৮ গুণী ব্যক্তি ও ২ সংগঠনকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

আঞ্চলিক সংস্কৃতি সংগঠক ক্যাটাগরিতে মোহাম্মদ আলী, সৃজনশীল সংস্কৃতি গবেষক ক্যাটাগরিতে গোলাম মোস্তাফা মিয়া ও সরকার আবুল কালাম, কণ্ঠসংগীত ক্যাটাগরিতে বাদল চন্দ্র বিশ্বাস ও মোখলেছুর রহমান, চারুকলা ক্যাটাগরিতে প্রদ্যোত কুমার দাস, লোকসংস্কৃতি ক্যাটাগরিতে মহসিনুল হক খন্দকার, যন্ত্রসংগীত ক্যাটাগরিতে হুমায়ুন কবির এবং আঞ্চলিক সৃজনশীল সংগঠন ক্যাটাগরিতে মুক্তধারা নাট্য সম্প্রদায় ও বাঁধনহারা থিয়েটার স্কুলকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি বলছে, ২০১৮-১৯ এই দুই বছরে নরসিংদীর শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনকে একসঙ্গে এই সম্মাননা দেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি নির্ধারিত ১২টি ক্যাটাগরির মধ্য থেকে এই গুণীজন ও সংগঠনকে নির্বাচিত করা হয়। সম্মাননা পাওয়া ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, মেডেল, উত্তরীয় ও সনদ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুশফিকুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন সিভিল সার্জন নূরুল ইসলাম, শিক্ষাবিদ মশিউর রহমান মৃধা, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা শাহেলা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক জহির মৃধা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, বাজেটসহ বিভিন্ন জটিলতায় ২০১৮-১৯ সালের সম্মাননা এখন দেওয়া হয়েছে। বিলম্ব হলেও এই অনুষ্ঠানের মাধ্যমে ৮ গুণী ব্যক্তি ও ২ সংগঠনকে সম্মাননা প্রদান করতে পেরে তাঁরা আনন্দিত।