৯৯৯-এ ফোন পেয়ে বাল্যবিবাহ ঠেকাল পুলিশ

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

৯৯৯ থেকে ফোন পেয়ে বগুড়ার শেরপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের এক কিশোরীর (১৪) বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টায় এই বিয়ে বন্ধ করা হয়। উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামে এই বিয়ের আয়োজন চলছিল। ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) এবাদ আলী মোল্লা বলেন, কিশোরীর বাবা একজন নিম্ন আয়ের মানুষ। শুক্রবার জুমার নামাজের পরেই বিয়ের আয়োজন ছিল। এ জন্য কিশোরীর বাড়ির আঙিনায় প্যান্ডেল তৈরির কাজ চলছিল। জুমার নামাজের পড় বর আসার কথা ছিল। এসআই আরও বলেন, তাঁরা ৯৯৯-এ ফোন থেকে বাল্যবিবাহের খবর পান। এরপর তিনি একদল পুলিশ নিয়ে কিশোরীর বাড়িতে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মেয়েকে নিয়ে তার মা অন্যত্র চলে যান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ওই কিশোরীর বিয়ের আয়োজনের কথা পুলিশের কাছে স্বীকার করেন। পরে বাল্যবিবাহের ক্ষতিকর বিষয় নিয়ে মেয়ের বাবাসহ অভিভাবকদের অবহিত করা হলে তাঁরা বাল্যবিবাহ না দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ওই কিশোরীর বাল্যবিবাহের জন্য অন্য কোথাও যেন যেতে না পারে, এ জন্য কিশোরীর পরিবারের ওপর তাঁরা নজর রেখেছেন। এ ছাড়া গ্রামবাসীও এ ধরনের বাল্যবিবাহ গ্রামে না হওয়ার পক্ষে প্রতিশ্রুতি দিয়েছেন।