'পর্যবেক্ষক' আট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষক বিভ্রান্তি ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করেছেন হল প্রাধ্যক্ষরা। তাঁরা ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যের প্রতি দাবি জানিয়েছেন।

১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করে স্বেচ্ছায় নির্বাচন পর্যবেক্ষণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আটজন শিক্ষক। নির্বাচন শেষে তাঁদের মূল্যায়ন ছিল, নির্বাচন সর্বাঙ্গীন সুষ্ঠু হয়নি। নির্বাচনে অনিয়মের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে চরমভাবে বিনষ্ট করেছে। তাঁরা নির্বাচন স্থগিত করে অবিলম্বে নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলেন।

গত সোমবার রাতে অনুষ্ঠিত হল প্রাধ্যক্ষদের সভায় আট শিক্ষকের এই তৎপরতাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয়’ বলে অভিহিত করা হয়। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভার বিষয়ে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক দল নামে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক অননুমোদিতভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ ও প্রচারমাধ্যমে নির্বাচন সম্পর্কে অসত্য তথ্য ও বিভ্রান্তি ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, তা উদ্দেশ্যপ্রণোদিত ও নিন্দনীয় বলে সভায় মত প্রকাশ করা হয়। তাঁদের দায়িত্বশীল আচরণের প্রতি যত্নশীল থাকার জন্য অনুরোধ করা হয়।

ওই আট শিক্ষকের একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘আমাদের তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলতে হলে তার ভিত্তিটা কী, তা আগে বলতে হবে। যেসব শিক্ষক নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন, তাঁরাও বলেছেন যে বুথের ভেতরের আর বাইরের পরিবেশ এক ছিল না। নির্বাচনের প্রকৃত চিত্রটা তুলে ধরে আমরা প্রশাসনকে সহযোগিতাই করেছি। হল প্রাধ্যক্ষরা সাধারণত দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ পান। তাঁরা সেই দলীয় বৃত্তের বাইরে বেরোতে পারেননি।’

ডাকসুর কোষাধ্যক্ষ শিবলী রুবাইয়াত
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে ডাকসুর কোষাধ্যক্ষ মনোনীত করা হয়েছে। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান গতকাল এক বছরের জন্য এই মনোনয়ন দেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷

পুনর্নির্বাচনের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোটের মাঝপথে ভোট বর্জন করেছিলেন ছাত্রলীগ ছাড়া বাকি প্রায় সব সংগঠন ও জোটের প্রার্থীরা। ডাকসু নির্বাচনকে সাজানো নাটক আখ্যা দিয়ে পুনর্নির্বাচনের দাবিতে গতকাল ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। একই দাবিতে আজ বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করবে সংগঠনটি।

গতকাল দুপুরে মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। পরে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান দাবি করেন, ডাকসু নির্বাচনের ফলাফল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তৈরি করা হয়েছে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদারের সভাপতিত্ব করেন।