কোটা সংস্কার আন্দোলন: গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়ফাইল ছবি: প্রথম আলো

কোটা সংস্কার ও পরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকে ঘিরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ আরও একজন শ্রমিক মারা গেছেন। তাঁর নাম মোহাম্মদ হাসান (৩০)।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলি, সংঘর্ষ ও বিভিন্ন ধরনের সহিংসতায় গত ১৬ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত সারা দেশে এ নিয়ে কমপক্ষে ৭৫৮ জনের মৃত্যু হলো। নিহত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থী, নারী, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাঁদের মধ্যে কেউ ঘটনাস্থলে, আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় পরে হাসপাতালে মারা গেছেন।

নিহত হাসানের বাবা রিকশাচালক কবির হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে যাত্রাবাড়ির কাঁচামালের আড়তে  শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ৫ আগস্ট বিকেলে যাত্রাবাড়ী মোড়ে সংঘর্ষ চলাকালে তিনি গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

হাসানের গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার রাইসাত গ্রামে। তিনি স্ত্রী আর দুই সন্তান নিয়ে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করতেন।

ময়নাতদন্তের জন্য হাসানের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন।