২০২৩ সালে ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকদের সঙ্গে অতিথিরা। আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে
ছবি: আশরাফুল আলম

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমানসহ ২০ সাংবাদিক এ বছর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সেরা প্রতিবেদনের পুরস্কার (বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড) পেয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জন প্রিন্ট ও অনলাইনের সাংবাদিক। বাকি তিনজন টেলিভিশন সাংবাদিক। মুক্তিযুদ্ধ, শিক্ষা, অপরাধ, রাজনীতিসহ মোট ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। পুরস্কারপ্রাপ্ত ১৫ সাংবাদিককে ৫০ হাজার করে টাকা এবং দুজন সাংবাদিককে যুগ্মভাবে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সৌজন্যে তিন ক্যাটাগরিতে তিনজনকে এক লাখ টাকা করে দেওয়া হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়ম নিয়ে গত ১ থেকে ৩ আগস্ট প্রথম আলো পত্রিকা ও অনলাইনে আরিফুর রহমানের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। ‘খাতিরের প্রকল্পে ইচ্ছেমতো অনিয়ম’ শিরোনামের এই প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন তিনি। তাঁকে পুরস্কার দেওয়া হয়েছে সুশাসন ও দুর্নীতিবিষয়ক (অনুসন্ধানী) সংবাদ শাখায়।

অন্যান্যের মধ্যে ‘মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি’ ক্যাটাগরিতে সমকালের আবু সালেহ রনি, শিক্ষায় ইংরেজি দৈনিক নিউ এজের শাহীন আক্তার, অপরাধ ও আইনশৃঙ্খলায় ঢাকা পোস্টের আদনান রহমান, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তিতে জনকণ্ঠের রহিম শেখ, ক্রীড়ায় কালের কণ্ঠের (বর্তমানে অনলাইন গণমাধ্যম সকাল–সন্ধ্যায় কর্মরত) রাহেনুর ইসলাম, স্বাস্থ্যে যুগান্তরের হক ফারুক আহমেদ, সেবা খাতে প্রতিদিনের বাংলাদেশের ফয়সাল খান, কৃষি ও পরিবেশে চ্যানেল আই অনলাইনের আরেফিন তানজীব, আর্থিক খাতে (ব্যাংক, বিমা ও পুঁজিবাজার) কালবেলার মোহাম্মদ ইউসুফ (ইউসুফ আরেফিন), বৈদেশিক সম্পর্কে (কূটনীতি ও জনশক্তি) সমকালের রাজীব আহাম্মদ, নারী, শিশু ও মানবাধিকারে ভোরের কাগজের ঝর্না মণি এবং বিদ্যুৎ ও জ্বালানিতে শেয়ার বিজের ইসমাইল আলী পুরস্কার পেয়েছেন।

পুরস্কার পেলেন টেলিভিশন ও রেডিওর ৩ সাংবাদিক

এ বছর টেলিভিশন ও রেডিওতে দুই বিভাগে তিনজন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে কৃষি ও পরিবেশে পুরস্কার পেয়েছেন যৌথভাবে চ্যানেল২৪–এর মাকসুদ উন নবী ও মাছরাঙা টেলিভিশনের আবু জাহেদ মুহ. সেলিম। আর নারী, শিশু ও মানবাধিকার–এ চ্যানেল২৪ এর মাসউদুর রহমান পুরস্কার জিতেছেন।

বিজিএমইএর সৌজন্যে পুরস্কার পেলেন ৩ সাংবাদিক

এ বছর বিজিএমইএর সৌজন্যে তিনটি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে পোশাক খাত ক্যাটাগরিতে অনলাইন পোর্টাল সারা বাংলা ডটনেটের এমদাদুল হক তুহিন, সামগ্রিক অর্থনীতি ক্যাটাগরিতে ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের দৌলত আক্তার মালা এবং একই দৈনিকের জসিম উদ্দিন হারুন ‘অর্থনীতিতে অনুসন্ধান’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দিয়ে আসছে।

ডিআরইউর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড নিচ্ছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফুর রহমান। আজ রোববার রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে
ছবি: আশরাফুল আলম

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মালিকপক্ষ গণমাধ্যমে বিনিয়োগ করতে পারে। বিনিয়োগ করলে সেই গোষ্ঠীর বিপক্ষে যাবে, এমন সংবাদ পরিবেশিত হবে না, সেটা হওয়া বাঞ্ছনীয় নয়। দেশে যত পত্রিকা বাড়বে, সেটি দেশের বহুমাত্রিক সমাজব্যবস্থাকে যেমন বিকশিত করবে, একই সঙ্গে মতপ্রকাশের অবারিত ক্ষেত্র তৈরি হয় এবং গণতান্ত্রিক সমাজব্যবস্থা উপকৃত হয়।  

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের জুরিবোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার এবং সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার ও মনোয়ার হোসেন, আল–আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের (এআইবিএল) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অব পিআরডি) জালাল আহমেদ। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।