সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধে রিট
সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটে নেদারল্যান্ডসে হর্টিকালচার প্রদর্শনী ঘিরে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভ্রমণের বিষয়ে বিচারিক অনুসন্ধানেরও নির্দেশনা চাওয়া হয়েছে।
এ এস এম আল সনেট নামের বরিশালের এক ব্যক্তির পক্ষে আইনজীবী সৈয়দ সায়েদুল হক রোববার রিটটি করেন।
পরে সৈয়দ সায়েদুল হক প্রথম আলোকে বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশে ভ্রমণ বন্ধের বিষয়ে গত ১২ মে পরিপত্র জারি করে সরকার। এরপরও অনেক কর্মকর্তা অপ্রয়োজনে বিদেশ সফর করেছেন। এ কারণে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য রিটটি দাখিল করা হয়েছে।