ঈদ উপলক্ষে ওয়ালটন ফ্রিজের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন

পবিত্র ঈদুল আজহায় দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন ফ্রিজে চলছে ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইন। এর আওতায় ঈদে ওয়ালটনের যেকোনো মডেলের ফ্রিজ কিনে ক্রেতারা পাচ্ছেন মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন ৯ জন ক্রেতা। প্রত্যেকেই পেয়েছেন ১০ লাখ টাকা। এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবারের ঈদে ফ্রিজের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের মিলিয়নিয়ার ক্যাম্পেইন।

ক্যাম্পেইনের পাশাপাশি ঈদে ক্রেতাদের জন্য বিশেষ চমক হিসেবে অর্ধশতাধিক অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন মডেলের ফ্রিজ বাজারে ছেড়েছে ওয়ালটন। নতুন মডেলের এসব ফ্রিজের মধ্যে রয়েছে ৬৪৬ লিটার ধারণক্ষমতার মাল্টিকালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, নাইন-ইন-ওয়ান কনভার্টিবল মোডসমৃদ্ধ ৬৬০ লিটার ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ৩৪৩ লিটার অত্যাধুনিক নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ৩৩৪ লিটার ভার্টিকাল ফ্রিজার, কনভার্টিবল মোডের ২৫৫ লিটার চেস্ট ফ্রিজার ও চকোলেট কুলার। নান্দনিক ডিজাইনে তৈরি ওয়ালটনের বিশ্বমানের এসব ফ্রিজ প্রয়োজন মেটানোর পাশাপাশি বাড়িয়ে দেবে ঘরের আভিজাত্য। নতুন মডেলের এসব ফ্রিজ যেমন ব্যাপক বিদ্যুৎ-সাশ্রয়ী, তেমনি পরিবেশবান্ধবও। এসব ফ্রিজের কমপ্রেসরে ব্যবহার করা হয়েছে সিএফসি এবং এইচসিএফসি গ্যাসমুক্ত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-৬০০এ  গ্যাস।

ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) তাহসিনুল হক বলেন, ‘প্রতিটি বড় উৎসবে ক্রেতাদের জন্য বিশেষ চমক নিয়ে আসে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ঈদুল আজহা সামনে রেখে ওয়ালটন ফ্রিজ ক্রয়ে মিলিয়নিয়ার হওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের জন্য বেশ কয়েকটি নতুন মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার বাজারে ছেড়েছি আমরা।’

তাহসিনুল হক জানান, ওয়ালটনের নতুন মডেলের ফ্রিজে সংযোজন করা হয়েছে অর্ধশতাধিক অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। যার মধ্যে রয়েছে মেটাল কুলিং ও ডুয়ো কুলিং সিস্টেম, অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অব থিংস (এআইওটি), এমএসও প্লাস (ম্যাট্রিক্স স্পিড অপটিমাইজেশন) ইনভার্টার টেকনোলজি, আইওটিবেজড কন্ট্রোল সিস্টেম, কনভার্টিবল ফিচার, ইলেকট্রনিক কন্ট্রোল ডিজিটাল ডিসপ্লে, মাল্টিমিডিয়া ডিসপ্লে, মনোক্রমিক ডিসপ্লে, সিলভাল ক্লিন++ প্রযুক্তি, আয়োনাইজার, ওজোনাইজার ও ইউভিসি ফিচার, ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর (আইজিটি), স্মার্ট কন্ট্রোল, ডোর ওপেনিং অ্যালার্ম, চাইল্ড লক, থ্রি লেয়ার ওডোর গার্ড, হিউম্যান ডিটেক্টর, ফিঙ্গার প্রিন্ট রেসিস্ট্যান্ট মেটাল ডোর, সুপার মেট ফিনিশিড গ্লাস ডোর, এলিগ্যান্ট ডিজাইন মেটাল ডোর ইত্যাদি।

ওয়ালটন ফ্রিজের ডেপুটি চিফ বিজনেস অফিসার আনিসুর রহমান মল্লিক বলেন, ‘ওয়ালটনের নতুন মডেলের ফ্রিজে ব্যবহার করা হয়েছে থ্রিডি এমএসও ইনভার্টার টেকনোলজি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সবেজড এই প্রযুক্তি এনভায়রনমেন্ট টেম্পারেচারের থ্রিডি ডাটা সংগ্রহের মাধ্যমে ফ্রিজ কম্পার্টমেন্টের সঠিক তাপমাত্রা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ফ্রিজের অভ্যন্তরীণ সর্বোচ্চ কুলিং পারফরম্যান্স নিশ্চিত করে। তাই ওয়ালটন ফ্রিজে ৭৫ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। এ ছাড়া ওয়ালটন ফ্রিজে নিজস্ব উদ্ভাবনী “এআই ডক্টর” ফিচার যুক্ত করা হয়েছে। এতে গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন ফ্রিজে কোনো সমস্যা দেখি দিলে ওয়ালটনের সার্ভারে অ্যালার্ম বাজবে। তৎক্ষণাৎ সার্ভিস সেন্টারের প্রতিনিধিরা গ্রাহকের বাসায় গিয়ে দ্রুত প্রয়োজনীয় সার্ভিস প্রদান করবেন।’

ওয়ালটনের নতুন মডেলের ফ্রিজের মধ্যে মাল্টিকালার ডিজাইনের সাইড বাই সাইড রেফ্রিজারেটর, ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর, কম্বি মডেলের রেফ্রিজারেটর ও চেস্ট ফ্রিজার হচ্ছে কনভার্টিবল মোডসমৃদ্ধ; অর্থাৎ কনভার্টিবল মোডসমৃদ্ধ এসব ফ্রিজের রেফ্রিজারেটরে ও ফ্রিজার কম্পার্টমেন্টের কুলিং মোড গ্রাহক তাঁর পছন্দমতো সেট করতে পারবেন। বাজারে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটনের নতুন মডেলের এসব ফ্রিজ।

ওয়ালটন ফ্রিজে ব্যবহার করা হয়েছে ইউএসের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনুমোদিত ফুডগ্রেড ম্যাটেরিয়াল, যা খাবারের মান অধিক সময় পর্যন্ত ঠিক রাখে। সিলভার ক্লিন++ ও থ্যালেট ফ্রি ডোর গ্যাসকেট ব্যবহার করায় এসব ফ্রিজে ব্যাকটেরিয়া ও জীবাণুমুক্ত স্বাস্থ্যকর সতেজ খাবার নিশ্চিত করবে। স্মার্ট কন্ট্রোল ফিচার থাকায় ফ্রিজের দরজা না খুলেই হাতের স্পর্শের মাধ্যমেই ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়।

ওয়ালটন ফ্রিজে ক্রেতারা পাচ্ছেন ১ বছরের রিপ্লেসমেন্টসহ কমপ্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং ৫ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা। এ ছাড়া রয়েছে আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত ৮০টির বেশি সার্ভিস সেন্টার থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা।