ঢামেক হাসপাতালে এক হাজতির মৃত্যু

লাশপ্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আদনান খন্দকার (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় আদনানকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন কারারক্ষীরা। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন।

আদনান রাজধানীর ভাটারা থানার একটি চুরির মামলায় কারাগারে ছিলেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকোপা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে সন্ধ্যায় কারারক্ষী মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দুপুরে এক কয়েদি স্ট্রোক করার পর খবর পেয়ে কয়েকজন কারারক্ষী মিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা–নিরীক্ষা করে সাড়ে পাঁচটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।