নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যু

ডেঙ্গু মশাপ্রতীকী ছবি

নতুন বছরে ডেঙ্গুতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত)। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ব্যক্তির বয়স ৩৬ থেকে ৪০ বছর। ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নতুন বছরের প্রথম চার দিনে এখন পর্যন্ত এ রোগে ২২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২১৬ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৫০ জন ভর্তি হয়েছিলেন ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশন ছাড়া) বিভিন্ন হাসপাতালে। এরপর ৪৪ জন ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ৪৩ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে।

সদ্য শেষ হওয়া ২০২৪ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি, ২৩৯ রোগীর মৃত্যু হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১০৪ ও বরিশালে ৬৪ জনের। বছরটিতে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫৭৫ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।