আইইউবিএটিতে ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল–২০২২ সেমিস্টারের ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিনব্যাপী এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ছে। ওরিয়েন্টেশনে আইইউবিএটির শিক্ষার মান, শিক্ষাদান পদ্ধতি ও প্রণালি, শিক্ষকদের করণীয়, পরীক্ষা নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মপ্রক্রিয়া এবং অটোমেশন সিস্টেম নিয়ে শিক্ষকদের দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব, সহ-উপাচার্য হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ ও শিক্ষক উন্নয়ন কর্মসূচির প্রধান সেলিনা নার্গিস, রেজিস্ট্রার মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্র্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদ হোসেন , প্রকৌশল অনুষদের ডিন মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন মো. শহীদুল্লাহ মিয়াসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।