সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ এপ্রিল, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নাথান বমের ঘনিষ্ঠ কেএনএফের ‘প্রধান সমন্বয়কারী’ গ্রেপ্তার

র‍্যাবের হাতে গ্রেপ্তার কেএনএফ নেতা চেওসিম বম (৫৫)
ছবি: প্রথম আলো

বান্দরবান জেলার শহরতলি শ্যারণপাড়া থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতাকে র‍্যাব গ্রেপ্তার করেছে। তাঁর নাম চেওসিম বম (৫৫)। রোববার বেলা সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...

একই দূরত্ব, তবু কলকাতার চেয়ে ঢাকা থেকে উড়োজাহাজের টিকিটের দাম দ্বিগুণ

উড়োজাহাজ
প্রতীকী ছবি

ছুটি কাটাতে দেশের বাইরের গন্তব্যে উড়োজাহাজযাত্রা জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে তা ব্যয়বহুল হয়ে উঠছে। বাংলাদেশ থেকে বিভিন্ন গন্তব্যে আগের চেয়ে উড়োজাহাজের সংখ্যা বেড়েছে; বেড়েছে যাত্রীসংখ্যাও। এতে টিকিটের দাম কমার কথা। কিন্তু উল্টো বাড়ছে। বিস্তারিত পড়ুন...

ঈদের ছুটিতে কোন ধরনের বাসায় বেশি চুরি হয়, ঠেকাতে কী করবেন

ঈদের ছুটিতে গ্রিল কেটে চুরির ঘটনা বেশি ঘটে
প্রতীকী ছবি

প্রায় দেড় বছর আগে চুরির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে পাঁচ সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন জব্বার মোল্লা। জব্বারের বয়স তখন ছিল ৬৭ বছর। অভিযোগ, তিনি ৫০ বছর ধরে বিভিন্ন বাসাবাড়িতে চুরি করেন। বিস্তারিত পড়ুন...

‘স্যার, আমরা কি আনন্দময় বুয়েট থেকে সেই ভয়ংকর দিনে ফিরে যাব?’

আমাদের সন্তানসম বুয়েটের এই শিক্ষার্থীরা কেন তাদের ক্যাম্পাসে তথাকথিত সাংগঠনিক ছাত্ররাজনীতি চায় না, তা একবারও ভেবে দেখেছেন কি?
ছবি : প্রথম আলো

বুয়েটে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে বুয়েট প্রশাসনের ২০১৯ সালে জারি করা জরুরি বিজ্ঞপ্তিটি স্থগিত করে আদালতের দেওয়া রায় যেদিন ঘোষিত হলো, সেদিন আমার অফিসে সামনাসামনি এবং পরবর্তী সময়ে ফোন করে একাধিক বর্তমান শিক্ষার্থী ঝরঝর করে কেঁদেছে। বিস্তারিত পড়ুন...

যে প্রেসিডেন্টের মৃত্যুর বলি হয়েছিল ৮ লাখ মানুষ

রুয়ান্ডায় ১৯৯৪ সালের গণহত্যায় নিহত ব্যক্তিদের খুলি সংরক্ষণ করে রাখা আছে দেশটির রাজধানী কিগালের একটি জাদুঘরে
ছবি: রয়টার্স

সময়টা ঠিক ৩০ বছর আগের। তারিখ ১৯৯৪ সালের ৬ এপ্রিল। আফ্রিকার সবুজঘেরা ছোট্ট দেশ রুয়ান্ডার রাজধানী কিগালি বিমানবন্দরের দিকে যাচ্ছিল একটি উড়োজাহাজ। হঠাৎ হামলা। ক্ষেপণাস্ত্রের আঘাতে নিমেষেই মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন