পঙ্গু হাসপাতালের কর্মচারীদের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মারামারি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) কর্মচারীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুরে দুই পক্ষের মধ্যে মারামারির জেরে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন রোগীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ হাসপাতালে গিয়ে অবস্থান নিয়েছে। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।