ব্যান্ড সংগীতের ইতিহাস নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশনা উৎসবে ‘বাংলার রক মেটাল’ বই হাতে অতিথিরা। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে
ছবি: প্রথম আলো

বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাস ও ১৮০টি ব্যান্ডের বৃত্তান্ত নিয়ে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বই প্রকাশিত হয়েছে। ‘বাংলার রক মেটাল’ নামে বইটিতে জায়গা পেয়েছে গত শতকের ষাটের দশক থেকে এখন পর্যন্ত দেশের ব্যান্ডগুলোর পথচলার ইতিহাস। বইটি লিখেছেন মিলু আমান ও হক ফারুক।

শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে ‘বাংলার রক মেটাল’ বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। দেশের ব্যান্ড সংগীতের তারকাদের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার শহীদ মাহমুদ, ফিডব্যাকের লাবু রহমান, মাকসুদ, মাকসুদুল হক, মাইলসের হামিন আহমেদ, ওয়ারফেজের মনিরুল আহমেদ টিপু, রকস্ট্রাটার আরশাদ আমীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান আজব প্রকাশের প্রকাশক ও সংগীতশিল্পী জয় শাহরিয়ার।

বইটির লেখক মিলু আমান বলেন, ‘এই বই প্রকাশের মধ্য দিয়ে আমাদের গর্বের ব্যান্ড সংগীতের ইতিহাস লিখিত রূপ পেয়েছে। এটি আমাদের ব্যান্ড সংগীতের পূর্ণাঙ্গ এনসাইক্লোপিডিয়া হিসেবে কাজ করবে।’

আরেক লেখক হক ফারুক বলেন, ‘গত বিশ বছরের সাধনায় লেখা এই বই আমাদের ব্যান্ড সংগীত নিয়ে নানা তথ্যের বিভ্রান্তি দূর করবে। প্রজন্মের পর প্রজন্মে ব্যান্ড সংগীতের ইতিহাস চর্চায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমাদের বিশ্বাস।’

তিনটি ভাগে সাজানো হয়েছে বইটি। প্রথমাংশে ষাটের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের ব্যান্ড সংগীতের পটভূমি, ইতিহাস, পথচলা ও নানা পরিবর্তন তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অংশে রয়েছে ১৮০টি ব্যান্ডের পরিচয় ও পূর্ণাঙ্গ ইতিবৃত্ত। দেশের সব প্রখ্যাত ব্যান্ডের পাশাপাশি কিছু সম্ভাবনাময় নতুন ব্যান্ডের পরিচিতিও এই বইয়ে রাখা হয়েছে। প্রতিটি ব্যান্ডের অ্যালবাম ও গানের তালিকা যুক্ত করা হয়েছে। তৃতীয় অংশে রয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সংক্ষিপ্ত ইতিহাস।

‘বাংলার রক মেটাল’ বইয়ের প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু ও নামলিপি করেছেন মোস্তাফিজ কারিগর।