ছিনতাই মামলায় আদালতে হাজিরা দিয়ে পরদিনই ১৫ লাখ টাকা ছিনতাই

ছিনতাই
প্রতীকী ছবি

ছিনতাইয়ের মামলায় হাজিরা দিতে তাঁরা আদালতে আসেন। এরই মধ্যে নতুন করে ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনামতো আদালতে হাজিরা দেওয়ার পরদিনই চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ১৫ লাখ টাকা ছিনতাই করেন। এ ঘটনায় করা মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানায় চট্টগ্রাম নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার তিন ব্যক্তি হলেন নুরুল হক ওরফে সজীব, মো. মহিউদ্দিন ও মো. রায়হান। গতকাল শনিবার রাতে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী রুহুল আমিন তাঁর পেনশনের ১৪ লাখ ৯৬ হাজার টাকা চট্টগ্রাম নগরের ইসলামী ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে উত্তোলন করে সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখায় তাঁর স্ত্রীর হিসাবে রাখার জন্য বের হন। ব্যাংকের সামনে কোনো গাড়ি না পাওয়ায় টাকাগুলো একটি থলের ভেতর নিয়ে হেঁটে গাড়িতে ওঠার জন্য অলংকার মোড়ের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি সিএনজি অটোরিকশায় করে ছিনতাইকারীরা এসে ছোঁ মেরে তাঁর হাতে থাকা টাকাভর্তি থলেটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রুহুল আমিন বাদী হয়ে পাহাড়তলী থানায় অজ্ঞাতপরিচয় ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা করেন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আলী হোসেন আজ রোববার প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা ভিডিও ফুটেজ দেখে পুলিশ তিন ছিনতাইকারীকে শনাক্ত করে। প্রথমে মহিউদ্দিনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নুরুল ও রায়হানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই করা ১১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

উপকমিশনার আলী হোসেন আরও বলেন, নুরুলের কাছ থেকে ৯ লাখ, মহিউদ্দিনের কাছ থেকে ২ লাখ এবং রায়হানের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। ভাগে পাওয়া ৩ লাখ ৯৬ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা ছাড়া বাকিগুলো বিয়ের কেনাকাটায় খরচ করেছেন রায়হান।

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা আলী হোসেন আরও বলেন, গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে পুলিশ এক বছর আগে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার করে। পরে তাঁরা জামিনে বেরিয়ে আসেন। গত ১৭ সেপ্টেম্বর ছিনতাইয়ের মামলায় তাঁরা আদালতে হাজিরা দেন। এরপর নিজেরা আবার ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরদিন তাঁদের দলনেতা নুরুল নগরের আগ্রাবাদ এলাকায় অন্য দুজনকে আসতে বলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে তিন ছিনতাইকারী ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার সামনে অবস্থান নেয়। ব্যাংক থেকে এক ব্যক্তি (রুহুল আমিন) একটি থলে নিয়ে বেরিয়ে হাঁটার সময় তাঁরা পেছন থেকে সিএনজি অটোরিকশায় এসে থলেটি টান দিয়ে নিয়ে পালিয়ে যান। গ্রেপ্তার তিন ছিনতাইকারীর মধ্যে নুরুলের বিরুদ্ধে আটটি, মহিউদ্দিন ও রায়হানের বিরুদ্ধে ছয়টি করে মামলা রয়েছে। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।