ট্রেনের ধাক্কা খেয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে বৃহস্পতিবার দুই ট্রেনের মাঝে পড়ে মাথায় আঘাত পেয়ে নিয়ামত উল্লাহ (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বেসরকারি একটি ব্যাংকের সাবেক কর্মকর্তা।

সরকারি রেলওয়ে থানার (ঢাকা-জিআরপি) কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে দিকে দক্ষিণ খিলগাঁও শাহী মসজিদের পাশে রেললাইন পার হওয়ার সময় ঢাকার বাইরে থেকে আসা কমলাপুরগামী ও কমলাপুর থেকে ছেড়ে যাওয়া টঙ্গীগামী ট্রেনের মাঝে পরে মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাত ১০ টার দিকে তিনি মারা যান।

নিয়ামত উল্লাহর ভাগনে আইনজীবী জনাব শাখাওয়াত হোসেন হাসপাতালে বলেন, তাঁর মামা সপরিবারে ৭৩ খিলগাঁওয়ে থাকতেন। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন। মসজিদে নামাজ পড়ে বাসায় ফেরার সময় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পান।