দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল
দৈনিক যায়যায়দিন পত্রিকার ‘ডিক্লারেশন’ বাতিল করা হয়েছে। আজ বুধবার ঢাকা জেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রকাশনার নিয়ম লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা জেলা প্রশাসন সূত্র প্রথম আলোকে জানিয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের করা আবেদনে প্রকাশনা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছিল।
প্রকাশনা ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন
যায়যায়দিন পত্রিকার প্রকাশনা ফিরিয়ে দেওয়া ও কার্যালয় ‘দখলমুক্ত’ করার দাবি জানানো হয়েছে। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঠুনকো অভিযোগে পত্রিকাটির প্রকাশনা বাতিল করা হয়েছে। এতে পত্রিকাটির সাংবাদিকসহ সাত শতাধিক কর্মীর জীবিকা বন্ধ হয়ে গেছে।
লিখিত বক্তব্যে বলা হয়, একটি চক্র যায়যায়দিন পত্রিকা দখল করতে মরিয়া হয়ে উঠেছে। চক্রটি গত ২৪ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডে অবস্থিত পত্রিকাটির কার্যালয় ও ছাপাখানা দখল করে নেয়। এরপর দুটি ভিন্ন ছাপাখানা থেকে পত্রিকাটি ছাপানোর ব্যবস্থা করা হয়। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।
তারপরও নির্ধারিত ছাপাখানা পরিবর্তন করে অন্য ছাপাখানা থেকে পত্রিকাটি ছাপানোর অভিযোগে যায়যায়দিন–এর প্রকাশনা ১১ মার্চ বাতিল করার আদেশ দেয় জেলা প্রশাসন।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপমহাব্যবস্থাপক (প্রশাসন) গোলাম ফারুক আলম, জ্যেষ্ঠ ব্যবস্থাপক নূরুল হক ও ব্যবস্থাপক ইকবাল হোসেন।