ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীফাইল ছবি: প্রথম আলো

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩১ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯০ জন।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ৪৭ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৪ শতাংশ নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৭ হাজার ৭০৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ১ শতাংশ নারী।

আরও পড়ুন