বৈদ্যুতিক গোলযোগ, চট্টগ্রামে ফ্লাইট ব্যাহত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রায় দুই ঘণ্টা বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। রানওয়েতে বৈদ্যুতিক গোলযোগ দেখা দেওয়ায় বিমান ওঠা-নামা বন্ধ হয়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দরের রানওয়ের বৈদ্যুতিক বাতিতে গোলযোগ দেখা দেয়। এ কারণে ঢাকা থেকে চট্টগ্রামে আসা নভোএয়ারের একটি বিমান অবতরণ করতে পারেনি। একই কারণে ঢাকা থেকে চট্টগ্রামমুখী অন্য বিমানগুলোরও অপেক্ষা বাড়ে। ঢাকা থেকে ছেড়ে আসা বেসরকারি নভোএয়ারের একটি ফ্লাইট সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আকাশসীমায় আসে। কিন্তু রানওয়ের বৈদ্যুতিক বাতির সমস্যার কারণে অবতরণ না করে ফিরে যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তাসলিম আহমেদ প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগের জন্য সন্ধ্যা ৬টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত রানওয়ের বৈদ্যুতিক বাতিতে সমস্যা ছিল। এটা মেরামত করার পর আবার বিমান চলাচল শুরু হয়। তবে কী পরিমাণ বিমান ওঠা–নামা ব্যাহত হয়েছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।