নতুন এসি কেনার আগে যা জানা জরুরি

এসির আকার ঘরের আয়তনের সঙ্গে মিল রেখে কেনা উচিতপ্রতীকী ছবি: সংগৃহীত

পত্রঝরা বসন্তের দিন যাই যাই করছে। বাড়ছে মানুষের আফসোসও। কারণ, গরম দোরগোড়ায়। গত কয়েক বছর চরম গরমে নাভিশ্বাস উঠেছিল মানুষের। প্রকৃতির এমন বৈরী অবস্থা থেকে স্বস্তি পেতে অনেকেই আশ্রয় খুঁজছেন এসি বা শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রে।

যাঁরা নতুন এসি কেনার কথা ভাবছেন, তাঁদের করতে হচ্ছে নানা চিন্তাভাবনা। কোন এসি কিনলে বিদ্যুতের বিল কম আসবে, কোন ঘরের জন্য কোন আকারের এসি প্রয়োজন বা কোন ব্র্যান্ডের এসি ভালো হবে—এমন প্রশ্ন ঘুরপাক খায় ক্রেতার মাথায়। তাই নতুন এসি কেনার আগে যেসব বিষয়ে প্রাধান্য দিতে হবে, তা নিয়ে পরামর্শ দিয়েছেন বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের ডেপুটি ম্যানেজার (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) সানি ঘোষ।

এসি হোক ঘরের আয়তন অনুযায়ী

এসির আকার ঘরের আয়তনের সঙ্গে মিল রেখে কেনা উচিত। যে ঘরে ৫ টনের এসি প্রয়োজন, সেখানে যদি লাগানো হয় ২ টনের এসি, তাহলে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ১০০ থেকে ১২০ বর্গফুটের ঘরে হলে ১ টনের এসি যথেষ্ট। ১২০ থেকে ১৫০ বর্গফুট ঘরের জন্য দরকার দেড় টন এসি। এর চেয়ে বেশি আয়তনের ঘরের জন্য ২ টনের এসি কেনা ভালো।

এসি কোন ব্র্যান্ডের হবে

এসি কেনার ক্ষেত্রে সব সময় ভালো ব্র্যান্ড দেখে, যাচাই–বাছাই করে কেনা উচিত। সুনাম আর রিভিউ দেখে কেনার পাশাপাশি বিক্রয়–পরবর্তী সেবা ভালো—এমন ব্র্যান্ডের এসি কিনতে হবে। এ ছাড়া আপনার বাড়ি কিংবা অফিসের আশপাশে ব্র্যান্ডটির সার্ভিস সেন্টার আছে কি না, সেটাও যাচাই করে নিতে হবে।

উইন্ডো নাকি স্প্লিট এসি

স্প্লিট এসির সুবিধা হচ্ছে, কম্প্রেসর ঘরের বাইরে রাখা যায়। আর মেশিনের কোনো শব্দ শোনা যায় না। তবে এ এসির অসুবিধা হচ্ছে, এটি সেট করার জন্য ঘরের দেয়াল ভাঙতে হয়। অন্যদিকে উইন্ডো এসি ব্যবহার করতে চাইলে ঘরের একটি জানালা বন্ধ করে দিতে হবে। ফলে ঘরে পর্যাপ্ত আলো-বাতাসের অভাব দেখা দেবে।

ইনভার্টার নাকি নন-ইনভার্টার

এসি কেনার সময় ইনভার্টারসহ এসি কেনার চেষ্টা করা উচিত। এতে বিদ্যুতের খরচ কম হবে। আবার ইনভার্টার থাকলে ঘর প্রয়োজনমতো ঠান্ডা হয়ে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় কম্প্রেসর। এ এসির কম্প্রেসর কম ক্যাপাসিটিতে চলতে পারে। তাই সাধারণ এসির চেয়ে এ এসিতে বিদ্যুৎ খরচ হয় কম। তাই ইনভার্টার এসি গ্রাহকের জন্য ভালো।

ফিল্টার যেন ভালো হয়

ভালো ফিল্টার আছে, এমন এসি কিনতে হবে। এসির এয়ার ফিল্টার বাতাস থেকে ময়লা ও জীবাণু দূর করতে সাহায্য করে। এমনকি এটি ধোঁয়া ও গন্ধ দূর করে। উন্নত মানের ফিল্টার বাতাস পরিষ্কার করার পাশাপাশি ধুলা–ময়লা যেন কয়েলে না পৌঁছায়, সেটাও নিশ্চিত করে। এতে এসির কর্মক্ষমতা বাড়ে। তাই কেনার সময় ফিল্টার দেখতে হবে।

বিদ্যুৎ খরচের রেটিং

যাঁরা নতুন এসি কিনবেন, তাঁদের উচিত ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সির স্টার রেটিং দেখে কেনা। এসির গায়ে স্টিকারে এ রেটিং দেওয়া থাকে। স্টারের সংখ্যা যত বেশি হবে, এসির কার্যক্ষমতা তত বেশি হবে। ১ স্টার রেটিং মানে এসি ১ বছরে ব্যবহার করে ৮৪৩ ইউনিট। ৫ স্টার মানে এসিটি ব্যবহার করে ৫৫৪ ইউনিট। স্টার বেশি থাকা মানে এসির বিদ্যুৎ বিল কম আসবে।