দুই বৈরীর উষ্ণতা ঢাকায়, জয়শঙ্কর-সাদিক হ্যান্ডশেক
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনে এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। বুধবার সার্কভুক্ত দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। জয়শঙ্কর এগিয়ে গিয়ে সাদিকের সঙ্গে হাত মেলান ও কুশল বিনিময় করেন। মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর এটিই ছিল দুই দেশের উচ্চপর্যায়ের প্রথম যোগাযোগ।