দেশের বাজারে ইয়ামাহার দুই বাইক

ইয়ামাহা দেশের বাজারে নিয়ে এল নতুন দুটি মোটরসাইকেলছবি: বিজ্ঞপ্তি দেশের বাজারে ইয়ামাহার দুই বাইক

ইয়ামাহা দেশের বাজারে নিয়ে এল প্রিমিয়াম স্পোর্টস সেগমেন্টের স্কুটার এরক্স ১৫৫ সিসি ও ইয়ামাহা এফজেড এক্স-এর নতুন কালার ডার্ক ম্যাট ব্লু। এরক্স স্কুটারটির বাজারমূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা। ইয়ামাহা এফজেড এক্স-এর ৬ হাজার টাকা ক্যাশব্যাক অফারে বাজারমূল্য ২ লাখ ৯৯ হাজার টাকা।

গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে মোটরবাইক দুটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান ইসিন চিহানা এবং ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি