নোয়াখালীতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত

মৃত্যুপ্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৈশাখী মেলায় দোকান বসানো নিয়ে বিরোধে এ সংঘর্ষ হয়। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে সেবারহাট বাজারের ওয়ালী মুন্সি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর গ্যাং সদস্যের নাম মো. শাওন (১৮)। তিনি দক্ষিণ রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির মো. কচির ছেলে। এ ঘটনায় আহত বাকি তিনজনকে ফেনী ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন আগে স্থানীয় বাসিন্দা মো. মাহফুজ, মো. জোবায়ের ও সাইদুল হক সেবারহাট বাজারের ইজারা নেন। তাঁদের মধ্যে মাহফুজ বিএনপির সমর্থক এবং জোবায়ের ও সাইদুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ইজারাদারেরা আগামীকাল বৃহস্পতিবার (বৈশাখ মাসের ৫ তারিখ) বৈশাখী মেলার আয়োজন করেন।

আজ রাতে মেলায় দোকান বসানো নিয়ে আয়োজকদের অনুসারী দুই দল কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ দেখা দেয়। বিরোধের জেরে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সেবারহাট বাজারের ওয়ালী মুন্সি সড়ক এলাকায় দুই পক্ষ মারামারিতে লিপ্ত হয়।

এ সময় পাল্টাপাল্টি হামলায় ও সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শাওন নামের এক কিশোর গ্যাং সদস্য গুরুতর আহত হন। গুরুতর আহত শাওনকে পার্শ্ববর্তী ফেনী জেলার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। প্রথম দিকে কেউই ঘটনা সত্যতা স্বীকার করেননি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, দুই দলের সংঘর্ষে শাওন নামের এক তরুণ নিহত হয়েছেন। তাঁর লাশ বর্তমানে ফেনী সদর হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ বিষয়ে নিহত তরুণের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।