নিজেকে মুক্ত করার আহ্বান ইয়েমেনে অপহৃত বাংলাদেশির

সুফিউল আনাম
ছবি: সংগৃহীত

ইয়েমেনে অপহরণকারীদের হাত থেকে নিজেকে মুক্ত করতে জাতিসংঘসহ বিভিন্ন পক্ষের কাছে আকুতি জানিয়েছেন বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনাম।

এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, খুবই দুর্দশার মধ্যে রয়েছেন। অপহরণকারীদের দাবি মেনে না নিলে তাঁকে মেরে ফেলা হতে পারে।

ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন সুফিউল। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি তাঁকে দেশটির আবইয়ান প্রদেশের মুদিয়াহ শহরের কাছ থেকে অপহরণ করা হয়। সুফিউলের সঙ্গে অপহরণের শিকার হন জাতিসংঘের আরও চার কর্মী। এরপর ছয় মাসের বেশি সময় পেরোলেও সন্ধান পাওয়া যায়নি সুফিউলের।

সুফিউলের ওই ভিডিও বার্তাটি প্রকাশ করে তাঁর অপহরণকারীরা। পরে গত শনিবার সেটি সামনে আনে বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীগুলোর অনলাইন তৎ​পরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

ভিডিওতে সুফিউল জানিয়েছেন, তাঁকে অপহরণ করেছে জঙ্গি সংগঠন আল–কায়েদা। মুক্তির জন্য আকুতি জানিয়ে তিনি বলেন, ‘ছয় মাস ধরে আমি কোথায় আটক আছি জানি না। আমার পরিবারও জানে না আমি কোথায় আছি। আমি যদি মারা যাই, আমার পরিবার জানতে পারবে না। আমি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও আর্থ্রাইটিসের মতো জটিল সব রোগে ভুগছি। আমার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা নেওয়া প্রয়োজন।’

আরও পড়ুন

সুফিউল জানান, সেখানে তাঁর অন্য সহকর্মীরাও আটক রয়েছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে আহ্বান জানিয়ে এই বাংলাদেশি বলেন, ‘আপনারা এগিয়ে আসুন এবং আমার অপহরণকারীদের দাবিগুলো মেনে নেন।’

ভিডিওটি গত ৯ আগস্ট ধারণ করা বলে জানান সুফিউল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আপনারা যদি দাবিগুলো মেনে নেন, তাহলে আজই আমাদের মুক্তি সম্ভব। তা না হলে আমাদের মরদেহগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন।’