ক্যাশলেস অনুদানের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান

পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নিজ নিজ ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, চিত্রনায়িকা পরীমনিসহ কয়েকজন
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিকাশের ডোনেশন সেবা ব্যবহার করে ক্যাশলেস অনুদান দেওয়ার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। এ জন্য নিজ নিজ ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক, চিত্রনায়িকা পরীমনি, নায়ক ইমন, সাইমন সাদিক, নিরবসহ কয়েকজন।

প্রতিবার ঈদের সময় সামর্থ্যবান ব্যক্তিরা যাকাত-ফেতরার মাধ্যমে সামর্থ্যহীনদের পাশে দাঁড়ানোর সুযোগ পান। কয়েক বছর ধরে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অর্থসহায়তা পাঠানোর প্রক্রিয়াটি আরও সহজ হয়েছে বিকাশের মাধ্যমে।

এবারও বিকাশ গ্রাহকেরা ঘরে বসে ২৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে যেকোনো সময় নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে অনুদান পাঠাতে পারছেন। এ ছাড়া বছরজুড়ে অনুদান দিয়ে বিভিন্ন মানবহিতৈষী কার্যক্রমে যুক্ত থাকছেন বিকাশ গ্রাহকেরা।

প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ ভিডিও বার্তায় বলেন, ‘আমরা আমাদের সামর্থ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। আর ডিজিটাল বাংলাদেশের কল্যাণে, ডিজিটাল পেমেন্টের সুবিধা করে দিয়েছে বিকাশ। আমি নিজে বিকাশ অ্যাপের মাধ্যমে দান করেছি, করে যাচ্ছি। আপনারা সবাই এগিয়ে আসুন।’

আনিসুল হক বলেন, ‘বিকাশের অনেক সেবা রয়েছে, এর একটি ডোনেশন দেওয়ার ব্যবস্থা। আসুন আমরা মানুষের পাশে দাঁড়াই, সবার মুখে হাসি ফোটাই।’

অন্যদিকে ভিডিও বার্তায় চিত্রনায়িকা পরীমনি বলেন, ‘নিজের সাধ্য অনুযায়ী আশপাশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। অনেক সময় কোথায় ডোনেট করব, কীভাবে করব, তা বুঝে উঠতে পারি না। বিকাশ অ্যাপে ডোনেশন অপশনে অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে আমরা নিজেদের ইচ্ছেমতো অনুদান দিতে পারি।’

অনুদান দিতে চাইলে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘অন্যান্য সেবাসমূহ’ অংশ থেকে ‘ডোনেশন’ আইকন নির্বাচন করতে হবে। যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান, তা নির্বাচন করে নাম, ই-মেইল আইডি ও অনুদানের পরিমাণ দিয়ে সাবমিট করতে হবে।

গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপন রাখতে পারেন। পরের ধাপে পিন নম্বর দিয়ে অনুদান দিতে হবে। এরপর গ্রাহক একটি প্রাপ্তিস্বীকারপত্র পাবেন।

বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে নির্ধারিত ওয়েবসাইট (https://www.bkash.com/products-services/donation) থেকেও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনুদান দিতে পারবেন।