বিটিআরসির গণশুনানি ৮ মে

টেলিযোগাযোগ খাতের সেবার কার্যক্রম বিষয়ে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ৮ মে বুধবার এই শুনানি হবে। আজ শনিবার বিটিআরসি এ তথ্য জানিয়েছে।

বিটিআরসি বলছে, এ শুনানি রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির কার্যালয়ে ৮ মে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এতে আগ্রহী যেকোনো ব্যক্তি অংশ নিতে পারবেন। চাইলে অনলাইনেও শুনানিতে অংশ নেওয়া যাবে।

তবে শুনানিতে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের ২৫ এপ্রিলের মধ্যে প্রশ্ন, পরামর্শসহ https://bit.ly/btrcgov লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।

বিটিআরসি জানিয়েছে, সময়ের সীমাবদ্ধতা বিবেচনায় যাঁরা যৌক্তিক প্রশ্ন, বক্তব্য, উপদেশ দিয়েছেন, তাঁদের ই-মেইল বা খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হবে। তাঁরাই সরাসরি বিটিআরসি ভবনে সশরীর ও অনলাইনে এ গণশুনানিতে অংশ নিতে পারবেন।

বিটিআরসির সর্বশেষ গণশুনানি হয়েছিল চট্টগ্রামে ২০২২ সালের ডিসেম্বর মাসে।