প্রথমা ডটকম ও নগদের মধ্যে চুক্তি সই

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক; প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান; প্রথমা প্রকাশনের সমন্বয়ক মেরিনা ইয়াসমিন; প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান; নগদের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শিহাব উদ্দিন চৌধুরী; প্রধান অনলাইন মার্চেন্ট আলাউদ্দীন মাহমুদ; প্রধান গণমাধ্যম ও যোগাযোগ কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম; কি আকাউন্ট ম্যানেজার কল্পনা দত্ত, আরিফুল ইসলাম প্রমুখ। বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো কার্যালয়েছবি: খালেদ সরকার

বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমের সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির ফলে প্রথমা ডটকমের গ্রাহকেরা নগদের মাধ্যমে যেকোনো বই সহজেই কিনতে পারবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে চুক্তি সই অনুষ্ঠান হয়। প্রথমা ডটকমের পক্ষে প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং নগদের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শিহাব উদ্দিন চৌধুরী চুক্তিপত্রে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, প্রথমা প্রকাশনের সমন্বয়ক মেরিনা ইয়াসমিন, প্রথমা ডটকমের ইনচার্জ রাসেল রায়হান প্রমুখ।

নগদের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধান গণমাধ্যম ও যোগাযোগ কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম; প্রধান অনলাইন মার্চেন্ট আলাউদ্দীন মাহমুদ; কি আকাউন্ট ম্যানেজার কল্পনা দত্ত, আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় আনিসুল হক বলেন, ‘বই নিয়ে যত কাজ হবে, সবকিছুকে আমরা স্বাগত জানাই। নগদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এটা আনন্দের। আশা করি, আমরা যৌথভাবে আরও অনেক কাজ করব বই নিয়ে।’

নগদের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শিহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘প্রথমা ডটকমের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত খুশি। আমরা সামগ্রিক ডিজিটাইজেশন নিয়ে কাজ করি। আমরা মনে করি, যাঁরা ডিজিটাল মাধ্যমে স্বচ্ছন্দ ও আগ্রহী, এই উদ্যোগের মাধ্যমে তাঁরা আরও আনন্দিত হবেন এবং ঘরে বসে বই সংগ্রহ করবেন।’