হাজি সেলিম মুক্তি পেলেন
আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিম জামিনে কারামুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার তিনি কারামুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আবদুস সেলিম প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
হাজি সেলিম রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। আজ বেলা একটার দিকে ডেপুটি জেলার আবদুস সেলিমের নেতৃত্বে একটি দল হাজি সেলিমের জামিনের কাগজপত্র নিয়ে বিএসএমএমইউয়ে আসেন। পরে তাঁর কারামুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কারামুক্তি পেয়ে হাজি সেলিম বিএসএমএমইউ থেকে বেরিয়ে আসেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাঁকে ফুল ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। তিনি ছাদখোলা গাড়িতে বিএসএমএমইউ এলাকা ত্যাগ করেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ১০ বছরের সাজা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে হাজি সেলিমের করা লিভ টু আপিল মঞ্জুর করে তাঁকে গত ৬ ডিসেম্বর জামিন দেন আপিল বিভাগ। এই আদেশের ফলে তাঁর কারামুক্তির আইনগত বাধা দূর হয়।
১০ বছরের সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে গত ২৪ মে লিভ টু আপিলের পাশাপাশি জামিন চেয়ে আবেদন করেছিলেন হাজি সেলিম।
দুদকের করা মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাজি সেলিম হাইকোর্টে আপিল করেছিলেন। এই আপিলের ওপর ২০২১ সালের ৯ মার্চ রায় দেন হাইকোর্ট। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাঁর ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। আর সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সাজা থেকে তাঁকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গত বছরের ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছিল।
হাইকোর্টের রায় অনুসারে গত বছরের ২২ মে হাজি সেলিম বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তিনি জামিনের আবেদন জানান। ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক জামিন আবেদন নাকচ করে হাজি সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন।