কাককো লিমিটেডের দ্বিতীয় ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা কর্মশালা, ওয়েবপেজ উদ্বোধন

দ্য সেন্ট্রাল অ্যাসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস (কাককো) লিমিটেডের দ্বিতীয় ত্রিবার্ষিক পরিপ্রেক্ষিত কর্মপরিকল্পনা কর্মশালা গতকাল শুক্রবার শেষ হয়েছে।

সেই সঙ্গে উদ্বোধন হয়েছে কাককোর নিজস্ব ওয়েবপেজ। গত বৃহস্পতি ও শুক্রবার গাজীপুর কালীগঞ্জ উপজেলার মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কেএসবি কমার্শিয়াল ভবনে কাককোর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কাককো লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির সদস্য পংকজ গিলবার্ট কস্তা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালায় কাককোর প্রথম ত্রিবার্ষিক কর্মপরিকল্পনার অগ্রগতি সম্পর্কে ধারণা, সমবায় আন্দোলনের বর্তমান বাস্তবতা ও কাককোর সোয়াট উপস্থাপনা, কাককোর ফোরামের ১০ দফা ঘোষণাপত্র উপস্থাপন, ত্রিবার্ষিক ও পরিপ্রেক্ষিত কর্মপরিকল্পনা প্রণয়ন হয়।

এরপর প্রাতিষ্ঠানিক ওয়েবপেজ উদ্বোধন এবং বিগত বিদায়ী বোর্ডের কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাককো লিমিটেডের প্রতিষ্ঠাতা ও বিদায়ী চেয়ারম্যান এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, কাককোর চ্যাপলেইন ফাদার লিটন হিউবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক এলায়েন্স অব ওয়াইএমসিএসের সাবেক প্রেসিডেন্ট মার্কুজ গমেজ, দ্য মেট্রোপলিটান খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া, প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, কাককোর ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরিফিকেশনসহ পরিচালনা পর্ষদ এবং ডেলিগেটরা।

কর্মশালাটি সঞ্চালনা করেন কাককোর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন।