সুনামগঞ্জে ইয়ানমার হারভেস্টারে ধান কাটার উৎসব উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

প্রতিবছর হাওরাঞ্চলে বোরো মৌসুমে আকস্মিক বন্যার আশঙ্কা থাকে। তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সুনামগঞ্জের ১৩৭টি হাওরে বোরো ধানের ফলন ভালো হয়েছে। আকস্মিক বন্যা এবং পাহাড়ি ঢলের কবল থেকে হাওরের ধান সঠিক সময়ে ঘরে তুলতে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় প্রতিবছর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে।

এরই ধারাবাহিকতায় এ বছর সুনামগঞ্জ জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ গত শুক্রবার (১৯ এপ্রিল) সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর ডেকার হাওরে ইয়ানমার হারভেস্টার দিয়ে বোরো-২০২৪ ধান কর্তন উৎসব উদ্বোধন করেন। এ সময় তিনি কৃষকদের মধ্যে ইয়ানমার হারভেস্টার বিতরণ করেন।

কৃষিমন্ত্রী এ সময় বলেন, ‘কৃষক যাতে ন্যায্যমূল্য পান এবং কৃষকেরা যাতে ধান চাষে উৎসাহিত হন, সেদিকে লক্ষ রেখে ধানের দাম নির্ধারণ করা হবে। ধানের দামে মধ্যস্বত্বভোগী কেউ যাতে সুবিধা নিতে না পারেন, প্রকৃত কৃষকেরা যেন সঠিক দামে ধান বিক্রি করতে পারেন, সেদিকে কঠোর লক্ষ রাখতে হবে।’

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এ ছাড়া সুনামগঞ্জ সদরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসিআই মটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বোরো ধান কর্তন উৎসবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি