শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় নববর্ষবরণ

বাংলা নববর্ষ উপলক্ষে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি মঙ্গল শোভাযাত্রা বের করে। ঢাকা, ১৪ এপ্রিলছবি: সংগৃহীত

মঙ্গল শোভাযাত্রা ও বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বাংলা নববর্ষ একযোগে বরণ করে নিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ময়ূর, পুতুল ও বৈশাখের ঐতিহ্যবাহী বিভিন্ন প্যাঁচা, ইগল, বাঘসহ রকমারি মুখোশে বর্ণিল এ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত শান্ত-মারিয়াম একাডেমি ভবনে এসে শেষ হয়। বর্ষবরণ ও বৈশাখী উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা রঙিন পোশাকে ক্যাম্পাসে উপস্থিত হয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান এবং শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আহসানুল কবির ও উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

পয়লা বৈশাখ উপলক্ষে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। ঢাকা, ১৪ এপ্রিল
ছবি: সংগৃহীত

বর্ষবরণকে কেন্দ্র করে ক্যাম্পাসে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতির নানা বিষয়ে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন অতিথিরা।