আকিজ সিরামিকসের আয়োজনে আর্কিটেক্ট ফ্যামিলি নাইট

আকিজ সিরামিকসের আয়োজনে ‘বন্ড অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থপতি বিভাগের স্বনামধন্য স্থপতি এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেনছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলের ‘দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা’র মনোরম পরিবেশে ‘বন্ড অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে আকিজ সিরামিকস। গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী এই আয়োজনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থপতি বিভাগের স্বনামধন্য স্থপতি এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থপতি বিভাগের প্রধান স্থপতি মিজানুর রহমান এ সম্পর্কে বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নে একযোগে কাজ করতে এ রকম আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের সফল স্থপতিদের একত্র হয়ে নিজেদের উদ্ভাবন, নতুন টেকনোলজি এবং সিরামিক শিল্প নিয়ে নিজেদের উপলব্ধিগুলো শেয়ার করার মাধ্যমে যে সম্পর্ক গড়ে উঠেছে, তা আমাকে অনুপ্রাণিত করে।’

আকিজ বশির গ্রুপের অপারেশন ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘দেশসেরা স্থপতিদের নিয়ে “বন্ড অ্যান্ড বিয়ন্ড” শীর্ষক এই অনুষ্ঠান বাংলাদেশের স্থাপত্যশিল্পের ভবিষ্যৎ নিয়ে সবার সম্মিলিত ভিশনকে তুলে ধরেছে। আগামী দিনগুলোতে আমাদের কার্যপদ্ধতিকে আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিত আলোচনার জন্য এ রকম আয়োজন অত্যন্ত জরুরি।’

আলোচনা সভা, বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমসহ জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গানে’র পরিবেশনার মাধ্যমে শেষ হয় আয়োজনটি। এ সময় আরও উপস্থিত ছিলেন আকিজ সিরামিকসের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ আশরাফুল হক এবং আকিজ বশির গ্রুপের বিপণন প্রধান মোহাম্মদ শাহরিয়ার জামান।