ইউনিভার্সেল মেডিকেলের ‘করপোরেট অ্যাওয়ার্ড’ পেল ১১ প্রতিষ্ঠান
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ‘করপোরেট অ্যাওয়ার্ড’ পেয়েছে প্রথম আলোসহ ১১ প্রতিষ্ঠান। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ সেন্টারে ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল করপোরেট নাইট-২০২৪’ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে সারা বছর যারা বিভিন্ন করপোরেট চুক্তির আওতায় সেবা নিয়েছে, তাদের নিয়ে এ করপোরেট নাইট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম আলো ছাড়া ইউনিভার্সেল মেডিকেলের করপোরেট অ্যাওয়ার্ড পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, র্যাডিসন ব্লু, রূপালী ব্যাংক, ব্র্যাক হেলথ প্রোগ্রাম, রানার গ্রুপ, প্রগতি ইনস্যুরেন্স, বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স, হোমবাউন্ড, অভিনয় শিল্পী সংঘ ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)। এ ছাড়া বিচার বিভাগ ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিদের হাতে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়।
প্রথম আলোর পক্ষে করপোরেট অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, এখন কথায় কথায় বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার প্রবণতা কমছে। দেশেই এখন উন্নত চিকিৎসাব্যবস্থা হচ্ছে। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ আয়োজন প্রশংসার দাবিদার।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল শুধু একটি বেসরকারি হাসপাতালই নয়, সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। ‘চাই হাসিমুখ সবার’ অঙ্গীকার নিয়ে ২০ বছর ধরে এই হাসপাতালের পথচলা।
অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে নিজেদের মতামত জানান পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) সুনন্দা রায়সহ আরও অনেকে। করপোরেট নাইট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্তী।
অনুষ্ঠানে কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রেজেন্টেশন তুলে ধরেন ইউনিভার্সেল হাসপাতালের চিকিৎসক আয়েশা সিদ্দীকা।
করপোরেট নাইট অনুষ্ঠানের সঞ্চালনা করেন রিতি প্রভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিরা। সংগীত পরিবেশনা, নৈশভোজের আয়োজন ও র্যাফল ড্রয়ের মাধ্যমে শেষ হয় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এ অনুষ্ঠান।