প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আবদুল হাফিজ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ। গতকাল বৃহস্পতিবার তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক দায়িত্ব পালনে প্রধান উপদেষ্টাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
বিশেষ সহকারী পদে থাকাকালীন আবদুল হাফিজ উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আবদুল হাফিজ ১৯৭৭ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর আইভরিকোস্ট ও পশ্চিম সাহারা মিশনে ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে জাতিসংঘ মেডেল অর্জন করেন আবদুল হাফিজ। ১৯৯১–৯২ সালে ‘জাতিসংঘের ইরাক–কুয়েত অবজারভার মিশনে’ তিনি সামরিক পর্যবেক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দেশে–বিদেশে নানা দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ। ২০১৪ সালের নভেম্বরে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।