ঢাকায় সড়ক দুর্ঘটনায় ও ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি নিহত
রাজধানীতে বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি মারা গেছেন। তাঁদের মধ্যে একজন আজিজুর রহমান (৩৮)। অন্যজনের পরিচয় জানা যায়নি।
মৃত্যুর আগে আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা পথচারী আল মাহমুদুল প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার কাকলী পদচারী–সেতুর নিচে আজিজুর রহমান তাঁর মোটরসাইকেলটি নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে সেখান থেকে তাঁকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় আজিজুর রহমান মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েছিলেন। অচেতন থাকায় তাঁর সঙ্গে কোনো কথা বলা সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে বলেন, আজিজুলকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর নাম আজিজুর রহমান বলে জানা যায়। তাঁর বাবার নাম মতিয়ার রহমান। আজিজুরের ঠিকানা লেখা রয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ঠাকুরকান্দি গ্রামে।
এদিকে বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে তেজগাঁও রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত এক ব্যক্তি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির বয়স ৩৫ বছর হতে পারে। তাঁর পরনে ছিল কালো জিনস প্যান্ট। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।