ইসমাইলের মামা সোহাগ মিয়া প্রথম আলোকে বলেন, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গত বৃহস্পতিবার ভোলা থেকে গাজীপুরে যান তাঁরা। গ্রামে ফিরতে রোববার সকালে বাসে করে কুড়িল বিশ্বরোড এলাকায় নামেন। সেখান  থেকে সদরঘাটে যেতে বাসের অপেক্ষা করছিলেন। এ সময় ইসমাইল মূত্রত্যাগ করতে পাশের রেললাইনে যায়। সেখানে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় সে।

গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান সোহাগ মিয়া। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ইসমাইলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।