ভুল সংকেতের কারণে ২ ঘণ্টা দেরিতে ঢাকায় পৌঁছাল সুবর্ণ এক্সপ্রেস

সুবর্ণ এক্সপ্রেস
ফাইল ছবি: প্রথম আলো

ভুল সংকেতের কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন অন্তত দুই ঘণ্টা দেরিতে কমলাপুর পৌঁছেছে। রোববার সকাল ৭টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। দুপুর সাড়ে ১২টায় ট্রেনটি ঢাকায় পৌঁছার কথা থাকলেও পৌঁছায় বেলা আড়াইটায়।

রেলওয়ে সূত্র জানায়, সকাল আটটায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার (চালক) ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ফেনীর ফাজিলপুর স্টেশনে প্রবেশের আগে সংকেতব্যবস্থা অকার্যকর দেখতে পান। এ অবস্থায় সাধারণত স্টেশনমাস্টার পিএলসি (পেপার লাইন ক্লিয়ার) দিলে ট্রেন স্টেশনে প্রবেশ করে। কিন্তু ফাজিলপুর স্টেশনমাস্টার তারেক হোসেন তিন দফা পিএলসি ভুল দিয়েছেন। চতুর্থ দফায় সঠিক পিএলসি দিলে লোকোমাস্টার ট্রেন চালিয়ে স্টেশনে প্রবেশ করেন। তবে এতে ৫৬ মিনিট সময় নষ্ট হয়। এরপর অন্যান্য স্টেশনেও সময়ক্ষেপণের ঘটনা ঘটে। এতে ঢাকায় পৌঁছাতে দুই ঘণ্টা দেরি হয় ট্রেনটির। এরপর চাঁদপুরগামী সাগরিকা, সিলেটগামী পাহাড়িকাও ৪০ থেকে ৪৫ মিনিট দেরি করে গন্তব্যে পৌঁছে।

স্টেশনমাস্টারের ভুল পিএলসি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবিদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিদর্শক (টিআই) মহিউদ্দিন মুকুলকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্টেশনমাস্টার তারেক হোসেন দাবি করেন, যান্ত্রিক ত্রুটির কারণে সংকেতব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছিল। তবে তিনবার পিএলসি ভুল দেওয়ার বিষয়টি ঠিক নয়। লোকবলের সংকটের কারণে পিএলসি পাঠাতে দেরি হয়েছে। এ জন্য ট্রেন দেরিতে ছেড়েছে।