মাশরাফির সঙ্গে ক্রিকেট খেলায় মেতে উঠলেন কারাবন্দীরা

বন্দীদের টিমের পক্ষে ব্যাংটিং করেন মাশরাফি বিন মুর্তজা। ঢাকা, ০৪ অক্টোবর
ছবি: সংগৃহীত

উঁচু দেয়ালে ঘেরা কারাগারে বন্দীদের প্রতিটি দিন শুরু হয় রুটিন মেনে। তবে বুধবার দিনটি কারাবন্দীদের জন্য ছিল অন্য রকম। এদিন গৎবাধাঁ জীবনের বাইরে এসে ১০ হাজার বন্দী খোলা মাঠে নির্মল আনন্দে মেতে ওঠেন। উপলক্ষটা ছিল ক্রিকেট। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁদের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। ব্যাট ও বল হাতে বন্দীদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন।

কারাবন্দীদের মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ‘বঙ্গবন্ধু প্রিজন্স কাপ-২০২৩’ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাশরাফি বিন মুর্তজা। বন্দীদের জন্য বিভিন্ন সংশোধনমূলক এবং মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন মাশরাফি বিন মুর্তজা। ঢাকা, ০৪ অক্টোবর
ছবি: সংগৃহীত

মাশরাফি বলেন, কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ লাভ করে বন্দীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। তাঁরা সুনাগরিক হয়ে সমাজে ফিরে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হলে বাংলাদেশ দ্রুত উন্নত স্মার্ট সোনার বাংলায় রূপান্তরিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলার মাঠে প্রবেশ করেন মাশরাফি বিন মুর্তজা। এ সময় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া বন্দীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে উদ্বোধনী ম্যাচে অংশ নেওয়া দুই দলের মধ্যে টস করেন।

বন্দীদের উৎসাহ দিতে টুর্নামেন্টে অংশ নিয়েছেন কারাগারের স্টাফরাও। বন্দীদের দল কেইস টেবিল রাইটার ও স্টাফদের দল কিংস সুপার স্টার উদ্বোধনী খেলায় অংশ নেয়। মাশরাফি বিন মুর্তজা বন্দীদের কেইস টেবিল রাইটারদের পক্ষে বোলিং ও ব্যাটিং করেন। জাতীয় দলের সাবেক অধিনায়ককে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন বন্দীরা।

‘বঙ্গবন্ধু প্রিজন্স কাপ-২০২৩’ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ঢাকা, ০৪ অক্টোবর
ছবি: সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই চেষ্টা করছি কারাবন্দীরা যাতে মাদক ও অপরাধ পরিহার করে মুক্ত জীবনে ফিরে আসে। এ জন্য তাদের নানা ধরনের কাজে ব্যস্ত রাখছি। পাশাপাশি মাদকবিরোধী মোটিভেশনাল প্রোগ্রাম, মেডিটেশন ও কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম চালু করেছি।’

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল সুজাউর রহমান, কারা উপমহাপরিদর্শক এ কে এম ফজলুল হক ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।