সৌদি আরবে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ বাড়ল

রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী
ছবি: সংগৃহীত

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ দেড় বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় আগামী ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাস মেয়াদে আবার তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদ উদ্দিন আহমদকে সচিব পদে পদোন্নতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ওই বিভাগের জ্যেষ্ঠ সচিব কামাল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। কামাল হোসেন গতকাল অবসরে গেছেন।

এ ছাড়া বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) মো. মোকাব্বির হোসেনকে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।