বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে পুলিশ
বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে পুলিশ। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ বন্যাকবলিত এলাকায় শুকনা খাবার, রান্না করা খাবার, শিশুখাদ্য, ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেছে। এ ছাড়া নৌ পুলিশ স্পিডবোট, কান্ট্রি বোট ও নৌকার মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধার করছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের নির্দেশে উচ্চপর্যায়ের পুলিশ প্রতিনিধিদল আজ বন্যাকবলিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।