দাগনভূঞায় বসতঘর থেকে নারীর মৃতদেহ উদ্ধার

মৃতদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলায় নিজ বসতঘর থেকে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মমতাজ বেগম (৫৫)। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নে উত্তর বারাহীগনি পাটোয়ারিবাড়িতে এ ঘটনা ঘটে।

মমতাজ বেগম জায়লস্কর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন চৌধুরীর ছোট বোন। আবদুল মতিন চৌধুরী জানান, তাঁর বোনের স্বামী আতাউর রহমান ও বড় ছেলে তুহিন কাতারে থাকেন। গতকাল রাতে মমতাজ বাড়িতে একাই ছিলেন।

রাত ১০টার পর থেকে কথা বলার জন্য বারবার মুঠোফোনে কল দিচ্ছিলেন মমতাজের মেয়ে। কিন্তু কোনো সাড়া না পেয়ে তিনি স্বামীর বাড়ি থেকে ছুটে আসেন। বাড়িতে ঢুকে তিনি ঘরের দরজা খোলা এবং ঘরের ভেতর তাঁর মাকে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় দাগনভূঞা থানা-পুলিশকে খবর দেন।

জায়লস্কর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মামুনুর রশীদ জানান, লাশ উদ্ধারের সময় ঘরের জিনিসপত্র এলোমেলো ছড়ানো অবস্থায় পাওয়া গেছে। দুই বছর আগে তাঁদের ঘরে চেতনানাশকের সাহায্যে সবাইকে অচেতন করে জিনিসপত্র লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। তাঁরা কিছুদিন কারাগারে থেকে পরে জামিনে ছাড়া পান।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল হাসিম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তিনি, পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন ঘটনাস্থলে যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।