নাফ নদীতে মাছ ধরার সময় টেকনাফে জেলে গুলিবিদ্ধ

নাফ নদীফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মো. হোসেন আলী (৫০) নামের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ওই জেলেকে গুলি করেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারিঙ্গা ঘোনা এলাকায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হোসেন হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের বাসিন্দা মৃত আবদুল শুকুরের ছেলে। আহত অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যায় হোসেন আলী নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাঁকে উদ্দেশ করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় হোসেন আলীর ডান হাঁটুতে একটি গুলি এসে লাগে।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরাকান আর্মির গুলিতে হোসেন আলী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার পর প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।