চবিতে নিম্নমানের খাবারের অভিযোগে হল ক্যানটিনে ছাত্রলীগের তালা

অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে হল ক্যাফেটেরিয়ায় (ক্যানটিন) তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একটি পক্ষের নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। পরে রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আশ্বাসে তালা খুলে দেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেসের নেতা–কর্মীদের অভিযোগ, শিক্ষার্থীরা অভিযোগ দেওয়ার পরও ক্যাফেটেরিয়ায় পচা খাবার দেওয়া হচ্ছে। পচা সবজি, অপরিচ্ছন্ন স্যাঁতসেতে পরিবেশে খাবার পরিবেশন, খাবারের প্লেট ঠিকমতো না ধোয়াসহ নানা সমস্যা রয়েছে ক্যানটিনে। এসব কারণে খাবার মুখে দেওয়া যায় না। এ কারণে বিভিন্ন সময় শিক্ষার্থীরা পেটের পীড়াসহ নানা রোগে ভুগছেন।

ছাত্রলীগের এ উপপক্ষটির নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি প্রদীপ চক্রবর্তী। তিনি প্রথম আলোকে বলেন, খাবারের মান বাড়ানো, পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দাবিতে তাঁরা ক্যানটিনে তালা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় তালা খুলে দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সোহরাওয়ার্দী হল ক্যানটিনের পরিচালক খলিলুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, হলের আবাসিক শিক্ষকেরা প্রতিদিন এসে খোঁজ নেন। অপরিষ্কার পরিবেশ ও নিম্নমানের খাবারের অভিযোগ মিথ্যা। তালা লাগানোর পর একজনকে (ছাত্রলীগ কর্মীকে) বলতে শুনেছেন, তাঁদের কেন সব সময় বাকি দেওয়া হয় না।

সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ায় খাবার নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ এবারই প্রথম নয়। গত ৭ আগস্ট ক্যাফেটেরিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পায় হল কর্তৃপক্ষ। এরপর হল প্রাধ্যক্ষ শিপক কৃষ্ণ দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়।

জানতে চাইলে শিপক কৃষ্ণ দেবনাথ প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। অপরিচ্ছন্নতার প্রমাণ পাওয়ায় এর আগেও ক্যাফেটেরিয়ার পরিচালককে সতর্ক করা হয়েছিল। এবার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাঁদের চুক্তি বাতিল করা হবে।