এআই দিয়ে তৈরি ছবি-ভিডিও চিনবেন কী করে

এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও এমন বাস্তবসম্মত হয়ে উঠেছে যে সাধারণ মানুষ তো বটেই, অনেক সময় সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ দায়িত্বশীল ব্যক্তিরাও বিভ্রান্ত হন। এই বাস্তবতায় বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের জন্য এআই ছবি ও ভিডিও বোঝার কিছু সহজ দিক নিয়ে কথা বলা জরুরি। এআই দিয়ে তৈরি ছবিতে মানুষের শরীরের ছোটখাটো অংশে গরমিল খুব সাধারণ বিষয়। এআই দিয়ে তৈরি ছবিতে ব্যাকগ্রাউন্ডের লেখায় সবচেয়ে বেশি ভুল দেখা যায়।