আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান একই, স্কোর কমেছে

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) বুধবার বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করেছে

আইনের শাসন সূচকে গত এক বছরে বাংলাদেশের সামান্য অবনতি হয়েছে। বিশ্বের ১৪২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১২৭তম। গত বছর ১৪০টি দেশের মধ্যে একই অবস্থানে ছিল বাংলাদেশ। তবে এবার সূচকে বাংলাদেশের স্কোর হয়েছে শূন্য দশমিক ৩৮, যেটা আগের বছর ছিল শূন্য দশমিক ৩৯। দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মধ্যে গতবারের মতোই চতুর্থ অবস্থানে আছে বাংলাদেশ।

এই তালিকায় শূন্য দশমিক ৯ স্কোর নিয়ে সবার ওপরে আছে ডেনমার্ক। তারপর নরওয়ে (শূন্য দশমিক ৮৯), ফিনল্যান্ড (শূন্য দশমিক ৮৭), সুইডেন (শূন্য দশমিক ৮৫) ও জার্মানি (শূন্য দশমিক ৮৩। অপর দিকে আইনের শাসনের সবচেয়ে খারাপ অবস্থা ভেনেজুয়েলা (শূন্য দশমিক ২৬), কম্বোডিয়া (শূন্য দশমিক ৩১), আফগানিস্তান (শূন্য দশমিক ৩২), হাইতি (শূন্য দশমিক ৩৪) ও কঙ্গো (শূন্য দশমিক ৩৪)।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) বুধবার বৈশ্বিক আইনের শাসন সূচক প্রকাশ করেছে। এই সংস্থার সাবেক সভাপতিদের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট ও কলিন পাওয়েলের মতো ব্যক্তিরা রয়েছেন। সংস্থাটি ২০০৯ সাল থেকে আইনের শাসনের এই সূচক প্রকাশ করে আসছে।

আটটি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসনের এই সূচক করা হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার সীমাবদ্ধতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১২০তম, নিয়ন্ত্রণমূলক ক্ষমতার প্রয়োগের দিক থেকে ১২৬তম, মৌলিক অধিকারের দিক থেকে ১৩৭তম, ফৌজদারি বিচারের দিক থেকে ১২৩তম, দেওয়ানি বিচার পাওয়ার দিক থেকে ১৩৩তম, দুর্নীতি না হওয়ার দিক থেকে ১১৭তম, জননিরাপত্তায় ১০৮তম এবং সরকারি তথ্য প্রকাশের দিক থেকে ১০৬তম অবস্থানে রয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের ১ লাখ ৩৯ হাজার খানা এবং ৩ হাজার ৪০০ জন আইনজীবী ও বিশেষজ্ঞের মতামত নিয়ে এই সূচক করা হয়েছে। ডব্লিউজেপি জানিয়েছে, এ বছর বাংলাদেশসহ ৫৯ শতাংশ দেশে আইনের শাসনের অবনতি হয়েছে। ২০১৬ সাল থেকে ৭৮ শতাংশ দেশে আইনের শাসনের অবনতি হয়েছে। এই সময়ের মধ্যে মৌলিক অধিকারের অবস্থা সবচেয়ে বেশি দেশে খারাপ হয়েছে। সেই তালিকায় বাংলাদেশও রয়েছে।

সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে সবচেয়ে ভালো অবস্থানে নেপাল (৭১তম)। এরপরেই শ্রীলঙ্কা (৭৭) ও ভারত (৭৯)। খারাপ অবস্থানের দিক দিয়ে বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান (১৩০) ও আফগানিস্তান (১৪০তম)। দক্ষিণ এশিয়ার দেশ ভুটান ও মালদ্বীপের বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

ডব্লিউজেপির সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট বিল নিউকম বলেন, সারা বিশ্বই আইনের শাসনের অবনতির প্রবণতার মধ্যে আটকে আছে। এখানে নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগ ও মানবাধিকার সংকুচিত হতে দেখা যাচ্ছে এবং বিচারব্যবস্থা মানুষের প্রয়োজন মেটাতে পারছে না। আর বিশ্বজুড়ে এসবের জন্য জনগণকে মূল্য দিতে হচ্ছে।