এভারকেয়ারের কাছে পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার ওঠানামা করবে
বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর নিরাপত্তা প্রটোকলের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সরকার তাকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করেছে। জনগণের মধ্যে বিভ্রান্তি এড়াতে এ বিষয়ে কোনো অপপ্রচার না করার জন্য অনুরোধ করা হয়েছে।