‘বঙ্গবন্ধু ও ডিজিটাল বাংলাদেশ’ বইয়ের কাজ শুরু হয়েছে ২০২১ সালের বঙ্গবন্ধু ও ডিজিটাল বাংলাদেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের (আইসিবিবিডিবি) মাধ্যমে। বইয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক চিন্তা ও চেতনার ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নানাবিধ গবেষণাপত্র তুলে ধরা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য কামরুল আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ স্কুল অব বিজনেজ অ্যান্ড ইকোনমিকসের ডিন মোহাম্মদ মুসা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির প্রধান সম্পাদক এবং ইউআইইউর কম্পিউটারবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম মুজাহিদুল ইসলাম।