অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ ২৭ আইন কর্মকর্তার পদত্যাগ
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি বরাবর তাঁর দেওয়া পদত্যাগপত্রটি আজ বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা পড়েছে। এর আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী। এ নিয়ে গত তিন দিনে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্তি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলসহ অন্তত ২৭ আইন কর্মকর্তা পদত্যাগ করলেন।
আজ সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, অ্যাটর্নি জেনারেল, তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেলসহ তিন দিনে ২৭ আইন কর্মকর্তার পদত্যাগপত্র এসেছে। পদত্যাগপত্রগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে গত মঙ্গলবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগপত্র দেন। গতকাল বুধবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। একই দিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী, ছয়জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও চারজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগপত্র আজ অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা পড়ে। এ ছাড়া আজ বিকেলে আরও তিন থেকে চারজন আইন কর্মকর্তা পদত্যাগপত্র দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।