নতুন ভূমিসচিব খলিলুর রহমান

মো. খলিলুর রহমান

নতুন ভূমিসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। সচিব পদে পদোন্নতি দিয়ে তাঁকে নতুন এই পদে নিয়োগ দিয়েছে সরকার।

এ বিষয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বিদায়ী ভূমিসচিব মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। মোস্তাফিজুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন।

এদিকে দুই বিভাগীয় কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। আর রংপুরের বিভাগীয় কমিশনার হয়ে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।

ভূমিসচিব হিসেবে নিয়োগ পাওয়া খলিলুর রহমান ১৩তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০২১ সালের নভেম্বর মাসে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন।