ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

ডেঙ্গুপ্রতীকী ছবি

দেশে আরও তিন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন। আজ শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও ভর্তির ঘটনা ঘটে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

শেষ ২৪ ঘণ্টায় যে তিনজনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে ও একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এডিস মশাবাহিত ডেঙ্গুতে এ বছর এ পর্যন্ত ৭৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫৪ দশমিক ৮ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ২ শতাংশ নারী। এ সময় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ১৯ হাজার ১২০। তাঁদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৩১ রোগীর মধ্যে সর্বোচ্চ ১৩২ জন রয়েছেন বরিশাল বিভাগে। ঢাকার দুই সিটি এলাকার হাসপাতালগুলো ভর্তি হয়েছেন ৭৫ জন। ঢাকা শহরের বাইরের ঢাকার অন্যান্য জেলাগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৭৩। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০, খুলনা বিভাগে ১৮ ও ময়মনসিংহ বিভাগে ৩ জন রয়েছেন।